বাক্য সংকোচন(য-২)
|যাহাতে সহজে গমন করা যায় না- দুর্গম
যাহা অধ্যয়ন করা হইয়াছে – অধীত
যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়- দুরুচ্চার্য
যাহা কষ্টে লাভ করা যায়- দুর্লভ
যাহা পানের অযোগ্য- অপেয়
যাহা পুনঃপুনঃ জ্বলিতেছে- জাজ্বল্যমান
যাহা বহুকাল হইতে চলিয়া আসিতেছে – চিরন্তর
যাহা বারবার দুলিতেছে- দোদুল্যমান
যাহা বাষ্প উদগীরণ করিতেছে- বাষ্পায়মান
যাহা বিনা আয়াসে লাভ করা যায়- অনায়সলভ্য
যাহা লোকবিদিত- লৌকিক
যাহা লোকে প্রায় ভুলিয়া গিয়াছে- বিস্মৃতপ্রায়
যাহা শুধুমাত্র জলে চরে- জলচর
যাহা সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে- সততসঞ্চরমান
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না – দুস্তর
যা অতিক্রম করা যায় না- অনতিক্রম্য
যা অতি দীর্ঘ নয়- নাতিদীর্ঘ
যা অধ্যয়ন করা হয়েছে- অধীত
যা অনুকরণ করা যায় না- অননুকরণীয়
যা অনুভব করা হচ্ছে- অনুভূয়মান
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়- দুরধ্যয়
যা অপনয়ন (দূর) করা যায় না -অনপনেয়
যা অস্ত যাচ্ছে- অস্তায়মান
যা আগুনে পোড়ে না -অগ্নিসহ
যা আগে হয়নি- অভূতপূর্ব
যা আঘাত পায় নি- অনাহত
যা আহুত (ডাকা) হয় নি – অনাহুত
যা উচ্চারণ করা কঠিন- দুরুচ্চার্য
যা উচ্চারণ করা যায় না- অনুচ্চার্য
যা উড়ে যাচ্ছে- উড্ডীয়মান
যা উদিত হচ্ছে- উদীয়মান
যা উপলব্ধি করা যাচ্ছে- উপলভ্যমান
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
যা কষ্টে জয় করা যায় – দুর্জয়
যা কষ্টে লাভ করা যায় -দুর্লভ
যা কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে- ক্ষীয়মাণ
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে -অপসৃয়মাণ
যা ক্রমশ বর্ধিত হচ্ছে- বর্ধিষ্ণু
যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে- ক্রমবিস্তাৰ্যমান
যা ক্রমাগত ক্ষয় পাচ্ছে- ক্ষয়িষ্ণু
যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে- বর্ধিষ্ণু
যা ক্রয় করার যোগ্য- ক্রেয়