বাক্য সংকোচন(ঘ)

ঘটনার বিবরণ দান- প্রতিবেদন
ঘন বা ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে এমন- ঘনায়মান
ঘরের অভাব যার- হা-ঘরে, হা-ঘর
ঘরের অভিমুখে যাহার- ঘরমুখো
ঘরের অর্থাৎ সংসারের সমস্ত গুপ্তকথা জানে ও ফাঁস করে এমন- ঘরসন্ধানী
ঘরের কোণ ছাড়িয়া বাহির হইতে চাহেনা এমন ব্যক্তি- ঘরকুনো
ঘরের শান্তি নষ্ট করে এমন রমণী- ঘরভাঙানি
ঘরে পালিত যে জামাই- ঘর জামাই
ঘর্ষণ বা পেষণজাত গন্ধ- পরিমল
ঘর নির্মাণ ও মেরামতের কাজ করে যে লোক- ঘরামি
ঘর পুড়িয়াছে যাহার- ঘরপোড়া
ঘামের দ্বারা ভিজা- ঘর্মাক্ত
ঘামে ভিজিয়া গিয়াছে এমন শরীর- ঘর্মাক্তকলেবর
ঘি দ্বারা মাখা ভাত- ঘি- ভাত
ঘুমাইয়া আছে যে- সুপ্ত, ঘুমন্ত
ঘুমে আচ্ছন্ন যে- ঘুমন্ত, সুপ্ত
ঘুমে সর্বাদাই যে আ্চছন্ন থাকিতে ইচ্ছুক- ঘুমকাতুরে
ঘৃণার যোগ্য- ঘৃণ্য
ঘৃতের অল্প গন্ধ যাহাতে- ঘৃতগন্ধি
ঘোড়ায় আরোহণ করে যে- ঘোড়সওয়ার
ঘোড়ায় চড়ে বাজী জেতার জন্য যে যে দৌড়- ঘোড়দৌড়
ঘোড়ার গাড়ির চালক- কোচওয়ান
ঘোড়ার ডাক – হ্রেষা
ঘোর অন্ধকার রাত্রি- তামসী, তমিস্রা
ঘোলার ভাব- ঘোলাটে

Add a Comment