বাক্য সংকোচন(প-২)
|পুরাকালের বিষয় যিনি জানেন- পুরাতাত্ত্বিক
পুরুষের উদ্দাম নৃত্য – তাণ্ডব
পুরুষের কটিবন্ধ- সরাসন
পুরুষের কর্ণভূষণ- বীরবৌলি
পুস্তকারদি প্রকাশ করেন যিতি- প্রকাশক
পূজার উপকরণ – অর্ঘ্য
পূজা করা যায় যাকে- পূজনীয়
পূর্ণিমার চাঁদ – রাকা
পূর্বজন্মের কথা স্মরণ আছে যার – জাতিস্মর
পূর্বে চিন্তা করা হয় নি- অচিন্তিতপূর্ব
পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
পূর্বে যা ঘটেনি – অভূতপূর্ব
পূর্বে যা দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
পূর্বে যা শোনা যায় নি- অশ্রুতপূর্ব
পূর্ব ও পরের অবস্থা- পৌর্বাপর্যয়
পেঁচা বা উলুকের ডাক- হ্যাকার
পেটের পীড়া ও তৎসহ জ্বর- জ্বরাতিসার
পেতে ইচ্ছা – ঈপ্সা
পোত বা জাহাজের জন্য নিরাপদ আশ্রয়- পোতাশ্রয়
পোষণ করে যে- পোষক
পৌষ মাসে উৎপন্ন ফসল- পৌষালি
প্রকাশ করতে হইবে বা প্রকাশিত হইবে এমন- প্রকাশিতব্য
প্রজাতন্ত্রবিধি দ্বারা শাস্তি- প্রজাতন্ত্রী, প্রজাতান্ত্রিক
প্রতিকার করতে ইচ্ছুক – প্রতিচিকীর্ষু
প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা
প্রতিদানের যোগ্য- প্রতিদেয়
প্রতিপাদনের যোগ্য বা বিস্ময়ীভূত- প্রতিপাদ্য
প্রতিপাদন করেন যিনি- প্রতিপাদক
প্রতিপালন করিতে হইবে এমন- প্রতিপালিত
প্রতিবিধান করার ইচ্ছা- প্রতিবিধিৎসা
প্রত্যহ যা করতে হয়- প্রাত্যহিক
প্রথমে মধুর কিন্তু পরিণামে নহে এমন- আপাতমধুর
প্রথম থেকে শেষ পর্যন্ত- আদ্যন্ত
প্রদীপ শীর্ষের কালি – অঞ্জন
প্রবর্তন করেন যিনি- প্রবর্তিক
প্রবেশে ইচ্ছুক – বিবিক্ষু
প্রবেশ করার ইচ্ছা – বিবিক্ষা
প্রভাতের নবোদিত সূর্য- বালার্ক, বালসূর্য
প্রশংসার যোগ্য- প্রশংসাৰ্য
প্রস্থান করতে উদ্যত- চলিষ্ণু
প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা- লবেজান
প্রায় প্রভাত হয়েছে এমন- প্রভাতকল্পা
প্রায় মৃত- মৃতকল্প
প্রায় রাজি- নিমরাজি
প্রিয় কথা বলে যে নারী – প্রিয়ংবদা
প্রিয় কাজ করার ইচ্ছা- প্রিয়চিকীর্ষা
প্রিয় বাক্য বলে যে – প্রিয়ভাষী
প্রিয় বাক্য যে স্ত্রীলোক – প্রিয়ংবদা