বাক্য সংকোচন(খ, গ)
|খনি থেকে উৎপন্ন- খনিজ
খরচের হিসাব যার নেই- বেহিসেবী
খাত, নালা প্রভৃতির পার- পগার
খাদ নেই যাতে- নিখাদ
খুন করিয়াছে যে- খুনে, খুনি
খুব কাছে অবস্থিত- সন্নিকট
খুব দীর্ঘ নয়- অনতীদীর্ঘ
খুব শীত নয় খুব গরমও নয়- নাতিশীতোষ্ণ
খুশি করতে ইচ্ছুক- প্রিয়াচিকীর্ষু
খেয়া পার করে যে- পাটনী
খ্যাতি আছে যার- খ্যাতিমান
গঙ্গার অপত্য- গাঙ্গেয়
গজের মত বিশালাকায়- গজন্দর
গজের(হাতির) মুখের মত মুখ যার- গজানন
গজ বা হাতীতে আরোহণ করেন যিনি- গজারোহী
গতিশীল ঢেউ- চলোর্মি
গত হইয়াছে আয়ু যাহার- গতায়ু
গদ্যপদ্যময় কাব্য- চম্পু
গবাদি পশু রাখার স্থান- পিজরাপোল
গবাদি পশুর পাল- বাথান
গভীর জ্ঞান – প্রজ্ঞা
গভীর রাত্রি- নিশীথ
গমন করতে পারে যে – জঙ্গম
গমন করার ইচ্ছা- জিগমিষা
গম্ভীর ধ্বনি- মন্দ্র, গাম্ভীর্য
গরম জল- উষ্ণোদক
গরুর খুরে চিহ্নিত স্থান- গোষ্পদ
গরুর চোখের মত ছোট বাতায়ন- গবাক্ষ
গরুর ডাক – হাম্বা
গরুর পা থেকে ধূলো ওড়ে যখন- গোধূলি(সন্ধ্যার পূর্বে সূর্যাস্তের সময়)
গরুর মুখের মতো মুখ- গোমুখ
গরু রাখার স্থান – গোশাল, গোয়াল
গর্দভের বাসস্থান- খরশাল
গলায় কাপড় দিয়া- গলবস্ত্র
গাছের পাতায় তৈরি পাত্র- পত্রপুট
গাধার ডাক- রাসভ
গাধির পুত্র- গাধেয়
গাভীজাত দ্রব্য- গব্য
গিরির কন্যা- গিরিজা
গিরির স্ত্রী- গিরিজায়া
গিরিশে(কৈলাস গিরিতে) শয়ন করেন যিনি- গিরিশ(মহাদেব)
গুরুগৃহে বাস- অন্তেবাসী
গুরুর নিকট হইতে লব্ধ যে বিদ্যা গুরুকে বধ করা বা হারাইবার জন্য ব্যবহৃত হয়- গুরুমারাবিদ্যা
গুরুর পত্নী- গুর্বী
গুরুর বাসগৃহ- গুরুকুল
গুরুর ভাব – গরিমা
গৃহের প্রধান প্রবেশ পথ – দেহলি, দেউড়ি
গোচরে নয় যা- অগোচরে
গোপনে সংবাদ সংগ্রহকারী- গুপ্তচর
গোপন করার ইচ্ছা- জুগুপ্সা
গোপন করিবার যোগ্য- গোপনীয়
গোপন সংবাদ সংগ্রহ করে যে- গোয়েন্দা
গোবরে উৎপন্ন- গুবরে
গোলাপের মত রং যাহার- গোলাপী
গোলাপ পানি ছিটানোর জন্য বিশিষ্ট পাত্র- গোলাপাশ
গো দোহনকারিণী কন্যা- দুহিতা
গ্রন্থাদির অধ্যায় – স্কন্দ
গ্রন্থাদির টীকা – দীপিকা
গ্রন্থ রাখার গৃহ- গ্রন্থাগার
গ্রামে প্রস্তুত যাহা- গ্রাম্য, গ্রাম্যজাত
গ্রীবা যার সুন্দর- সুগ্রীব