বাক্য সংকোচন(ঊ, ঋ)
|ঊর্ণা(জাল বা তন্তু) নাভিতে যার- ঊর্ণনাভ(মাকড়শা)
ঊর্ধ্বদিকে গমন করে যে- ঊর্ধ্বগামী
ঊর্ধ্বমুখে সাঁতার- চিৎসাঁতার
ঊর্ধ্ব থেকে নেমে আসা- অবতরণ
ঊর্ধ্ব দিকে গতি যার- ঊর্ধ্বগতি
ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে- ঊর্ধ্বচারী
ঊর্ধ্ব বাহু যার – উদ্বাহু
ঋজুর ভাব- আর্জব
ঋণগ্রস্ত অবস্থা- ঋণিতা
ঋণ গ্রহণ করে যে- অধমর্ণ
ঋণ দেয় যে – উত্তমর্ণ
ঋণ শোধের জন্য যে ঋণ করা হয়- ঋণার্ণ
ঋণ শোধে অসমর্থ যে – দেউলিয়া
ঋতুতে ঋতুতে যজ্ঞ/যজন করেন যিনি – ঋত্বিক
ঋতুর সম্বন্ধে- আর্তব
ঋষির তুল্য- ঋষিকল্প/ঋষিতুল্য
ঋষির দ্বারা উক্ত (কথিত)- আর্য