বাক্য সংকোচন(য-৪)

যিনি অতিশয় হিসাবি- পাটোয়ারি
যিনি গবেষণা করেছেন- গবেষক
যিনি নিজেকে হীন মনে করেন- হীনমন্য
যিনি বক্তৃতায় পটু- বাগ্মী
যিনি বহু দেখেছেন- বহুদর্শী
যিনি বাক্যে অতি দক্ষ- বাচস্পতি
যিনি যুদ্ধে স্থির থাকেন – যুধিষ্ঠির
যিনি স্মৃতিশাস্ত্র ভালো বোঝেন – স্মার্ত
যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক
যেখানে মৃতজন্তু ফেলা হয়- ভাগাড় / উপশল্য
যে অগ্রে জন্মগ্রহণ করেছে- অগ্রজ
যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে- অবিমৃশ্যকারী
যে অন্য দিকে মন দেয় না- অনন্যমনা
যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে- আগন্তুক
যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায়- কুম্ভীলক
যে অবস্থায় মানুষ দুঃখ পায়- কৈবল্য
যে আকৃষ্ট হচ্ছে- কৃষ্যমাণ
যে আপনাকে কৃতার্থ মনে করে- কৃতার্থম্মন্য
যে আপনাকে পণ্ডিত মনে করে- পণ্ডিতম্মন্য
যে আপনাকে হত্যা করে- আত্মঘাতী
যে আলোতে কুমুদ(পদ্ম) ফোটে- কৌমুদী(চাঁদের আলো)
যে কটু কথা বলে- দুর্বাক
যে কর্মের অযোগ্য- অকর্মণ্য
যে কর দেয়- করদ
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে- বীতস্পৃহ
যে ক্রমাগত রোদন করছে- রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ- রোরুদ্যমানা)
যে গমন করে না- নগ/পাহাড়
যে গাঁজায় নেশা করে- গেঁজেল
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা
যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না- গোবশা
যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালোবাসে- বারমুখো
যে জমিতে কোনো ফসল হয় না – ঊষর (১৫তম বিসিএস প্রিলিমিনারি)
যে জমিতে দুবার ফসল হয়- দো-ফসলি
যে তির নিক্ষেপে পটু- তিরন্দাজ
যে তৃণাদি খেয়ে জীবণ ধারণ করে- তৃণভুক
যে দার পরিগ্রহ করেনি- অকৃতদার(অবিবাহিত)
যে দিন তিন তিথির মিলন ঘটে- ত্র্যহস্পর্শ
যে ধরলে আর ছাড়ে না- নাছোড়বান্দ

Add a Comment