বাক্য সংকোচন(অ-২)
|অন্যদিকে মন যাহার – অন্যমনস্ক
অন্যায় গোড়ামিপূর্ণ প্রতিষ্ঠান – অচলায়তন
অন্যের অজ্ঞাতসারে – বেমালুম
অন্যের অপেক্ষা করতে হয় না যাকে- অনপেক্ষ
অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ- উপচার
অন্য উপায় নেই যার – অনন্যোপায়
অন্য কর্তৃক বিবাহিতা – পরোঢ়া
অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী – অনন্যা
অন্য কাল- কালান্তর
অন্য গতি নাই যার- অগত্যা
অন্য গতি- গত্যন্তর
অন্য গাছের ওপর জন্মে যে গাছ – পরগাছা
অন্য জন্ম – জন্মান্তর
অন্য দিকে মন নেই যার – অনন্যমনা
অন্য দেশ- দেশান্তর
অন্য বার- বারন্তর
অন্য ভাষায় রূপান্তরিত – অনূদিত
অন্য যুগ – যুগান্তর
অন্য লিপিতে রূপান্তর- লিপ্যন্তর
অন্য লোক – লোকান্তর
অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা
অপেক্ষাকৃত অল্প – ন্যূন
অপে(পানিতে) জন্মে যা- অপজ
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি- উন্নাসিক
অবয়ব নেই যার- নিরবয়ব
অবলীলার সঙ্গে- সাবলীল
অবশ্যই যাহা হইবে- অবশম্ভাবী
অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ
অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা- অভ্রংলেহী
অরিকে জয় করেছে যে – অরিজিৎ
অরিকে দমন করে যে – অরিন্দম
অর্থহীন উক্তি – প্রলাপ
অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে – অর্থকরী
অর্থ নাই যাহার- নিরর্থক
অর্ধেক রাজী – নিমরাজী
অলংকারের শব্দ- শিঞ্জন
অল্পকাল স্থায়িত্ব যার – ক্ষণভঙ্গুর
অল্পক্ষণের জন্য – ক্ষণিক
অল্প কথা বলে যে – মিতভাষী
অল্প পরিশ্রমে শ্রান্ত নারী- ফুলটুসি
অশ্বের চালক- সাদী
অশ্বের ডাক – হ্রেষা
অশ্বে আরোহণ করে যে সৈনিক- অশ্বরোহী
অশ্ব রাখার স্থান – আস্তাবল
অশ্রুর দ্বারা সিক্ত- অশ্রুসিক্ত
অসম সাহস যাহার- অসমসাহসিক
অসির শব্দ – ঝঞ্জনা
অসূয়া(হিংসা) নেই যার (স্ত্রী)- অনুসূয়া
অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার
অহংকার করে যে- অহংকারী
অহংকার নেই যার- নিরহংকার
অহং বা আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা- অহমিকা
অহনের(অহ=দিন) পূর্বাংশ- পূর্বাহ্ন
অহনের মধ্য অংশ- মধ্যাহ্ন