বাক্য প্রকরণ
|যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনাে বিষয়ে বক্তার মনােভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। কতগুলাে পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনাে পদসমষ্টিই বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। এ ছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণ রূপে প্রকাশিত হওয়া প্রয়ােজন, তবেই তা বাক্য হবে।বাক্যের মৌলিক উপাদান বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। (১৮তম বিসিএস প্রিলিমিনারি)
সার্থক বাক্যের গুণ
খণ্ড বাক্য
গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ
অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ
বাক্য রূপান্তর