প এর পরে ‘র’ না ‘ড়’?

এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা লিখতে “পড়া না পরা” লিখবে, এই কনফিউশনে পড়ে নি। নিচের লেখাটা অনেক বড়। এত বড় পোস্ট পড়ার ধৈর্য্য হয়ত আমাদের নেই। তাই সংক্ষেপে কিছু কথা মনে রাখলে আশা করি এ বিষয়ে অধিকাংশ কনফিউশনের অবসান হবে।

  • পরের পোশাক পরার দরকার নেই।
  • বাচ্চা যখন ঘুমিয়ে পড়লে তখন আমার বই পড়ার কথা মনে পড়ল।
  • বিছানায় যাবার পরে(তারপরে বা পশ্চাতে) সে বালিশের পরে (উপরে)মাথা রাখল।
  • ডানাকাটা নারিরা ‘পরি’ বা ‘পরী’ দুটা রূপই নিতে পারে। মানে দুটো বানানই ঠিক।
  • নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস। দুটা পার/পাড় মানে ( কূল বা তীর) একই, তেমনই নদী পার হওয়া বা পাড়ি দেওয়াও একই।
  • কিন্তু পাড় বিশিষ্ট কাপরের রঙ ওঠে না। এক্ষেত্রে ‘পাড়’ই লিখতে হবে।
  • কু জাতের মুরগিরা পাড়ায় পাড়ায় বিছানা পেড়ে(পেতে) ডিম পাড়ে।
  • আমি ত্রিশ পারা কোরআন পড়তে পারি।
  • হস্তিনাপুরের পীর/পির কি পীড়াগ্রস্ত কে ভালো করতে পারে?
  • পুরা(পূর্বে) কালে নারকোলের পুর দিয়ে পিঠা বানানো হত। এখন পুরির মধ্যে ডাল বা আলু পুরে(ভরে) দেওয়া হয়।


পর

১. ‘উপর’ শব্দের সংক্ষিপ্ত রূপ যেমন- মাথার পরে দেয়নি তুলে বাস।
২. পাখির পালক
৩. অন্য, ভিন্ন বা পৃথক
৪. অনাত্মীয় যার সাথে সম্বন্ধ নেই।
৫. শ্রেষ্ঠ, প্রধান, চরম বা পরম যেমন- তুমি পিতা পরম তোমার পর নাই।
৬. শত্রু বা অরি
৭. মোক্ষ, মুক্তি, নির্বাণ
৮. পরমাত্মা, ব্রহ্মা
৯. অনন্তর, পশ্চাৎ
১০. প্রহর যেমন তিন পর বেলা
১১. নিষ্ঠ, নিরত, আসক্ত ইত্যাদি বুঝাতে যেমন- স্বার্থপর, নৃত্যপর

পড়

১. তুচ্ছার্থে- তুই পড়্‌ ( ড় এ হসন্ত)

পড়া

১. অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?);
২. আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)
৩. পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে);
৪. আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)।
৫. দেহের অবস্থা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া);
৬. অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে);
৭. খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে);
৮. অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে);
৯. শেষ হওয়া (‘বেলা পড়ে’ আসে, বধূ চলে ঘাটে’:
১০. থাকা, রওয়া (পিছনে পড়া);
১১. অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে);
১২. আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে);
১৩. আক্রমণ করা (ডাকাত পড়া);

১৪. আক্রান্ত হওয়া (রোগে পড়া);
১৫. আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে);
১৬. উদয় হওয়া (মনে পড়া);
১৭. গোচর হওয়া (চোখে পড়া);
১৮. ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে);
১৯. ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে);
২০. উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে);
২১. শান্ত হওয়া (রাগ পড়েছে);
২২. কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে);
২.৩. নিবদ্ধ বা স্থাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে);
২৪. খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে);
২৫. বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে);
২৬. অবনতি হওয়া (তাদের অবস্থা পড়ে গেছে);
২৭. হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে);
২৮ বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে);
২৯ মিলিত হওয়া (নদী সাগরে পড়ে);
৩০ উৎপন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)।
৩১. উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া);
৩২. সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া);
৩৩. আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া);
৩৪. অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া);

পরা

১. পরিধান করা অঙ্গে ধারণ করা যেমন জামা পরা, কপালে টিপ পরা ইত্যাদি।
২. পরমা, শ্রেষ্ঠা, প্রধানা যেমন- পরা প্রকৃতি, পরা বিদ্যা।
৩. আতিশষ্য, বৈপরীত্য ইত্যাদি সূচক যেমন- পরক্রম, পরাজয়।

পঢ়া

১. পড়ে- যেমন শ্লোক পঢ়ে রায় রামানন্দ।
২. পতিত হওয়া যেমন- কাণা কড়ি পঢ়িল পণ সাত।

পড়ে

১. রিমা বই পড়ে।

পরে

১. ‘উপরে’র সংক্ষিপ্ত কথ্য রূপ যেমন আমার পরে বিশ্বাস রাখো।
২. অনন্তর, অতঃপর যেমন- পরে সেখানে গেলাম
৩. ভবিষ্যতে যেমন পরে মজা টের পাবে।
৪. কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে যেমন- ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে
৫. পিছনে, পশ্চাতে যেমন- সে পরে আসছে


পড়ো / পোড়ো

১. পতিত, অব্যবহৃত অবস্থ্যা পড়ে রয়েছে এমন।
২. পড়ুয়া

পরি

১. সম্যক, ব্যাপ্তি, বিশিষ্টতা, বিরোধ, নিন্দা প্রভৃতি সূচক উপসর্গ বিশেষ যেমন- পরিমাণ, পরিবাদ, পরিণাম, পরিনত, পরিপন্থী, পরিচ্ছেদ।

পড়ি

১. পড়ি-মরি – অত্যন্ত ব্যস্ততার ভাব
২. পড়িহাসে – প্রতিভাত হবে।

পরি/পরী

১. ডানাযুক্তা উপদেবীবিশেষ; পক্ষ বিশিষ্ট কল্পিত সুন্দরী।
২. অতি সুন্দরী নারী। নিখুঁত সুন্দরী নারী বুঝাতে ‘ডানাকাটা পরি’।

পাড়

১. ধুতি শাড়ি প্রভৃতি পরিধেয় বস্ত্রের পুরু প্রান্ত (শাড়ির পাড়)।
২. যন্ত্রাদি চালু করার জন্য পা দিয়ে যে চাপ দেওয়া হয় (ঢেঁকিতে পাড়)।
৩. ঘরের চাল ধরে রাখার জন্য খুঁটির উপর স্থাপিত লম্বা বাঁশ বা কাঠ। ঘরের পাড় (তক্তা বা কাঠ)।
৪. নদীর পাড়, কূপের পাড়, ক্ষেতের আইল।

পার

১. নদী খাল ইত্যাদির তীর;
২. কূল, কিনারা;
৩. প্রান্ত (‘দেখা দিল গগন-পারে’: রবীন্দ্র);
৪. সীমা (মাঠের পারে);
৫. উত্তরণ (ভবপার);
৬. অতিক্রম (সে আমাকে পার হয়ে গেল, এই নদী সাঁতরে পার হতে পারবে?);
৭. পরিত্রাণ, উদ্ধার (দয়াল, পার করো আমারে)।

পাড়া

১. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)।
২. নামানো (তাক থেকে বই পাড়া);
৩. কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে);
৪. উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব);
৫. আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে);
৬. প্রসব করা (ডিম পাড়া);
৭. উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া);
৮. পাতা, বিছানো (পাত পাড়া)।
৯. পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি);

পারা

১. সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?);
২. এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?);
৩. অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)।
৪. তরল ধাতুবিশেষ, পারদ (মেয়েটা পারা খেয়ে মরেছে)।
৫. সদৃশ, মতো, তুল্য (পাগলপারা, লম্বাপারা লোক)।
৬. খণ্ড- কোরআনের ত্রিশ পারা।


পাড়ি

১. পার হওয়া, উত্তরণ (পাড়ি দেওয়া);

পারী

১. হস্তিবন্ধনী
২. তীরের বা পারের/পাড়ের যেমন- এই পারী ঢেউ বাদল-বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে।
৩. সমর্থ হওয়া, পারি অর্থে।

পিড়া, পিঁড়ি, পিড়ি, পিড়ে, পিঁড়ে, পিঁড়া – সবগুলো শব্দের একই অর্থ – বসার আসন।

পির বা পীর

১. মুসলমান সাধু, মহাপুরুষ (সত্যপির, পিরের সিন্নি)।

পীড়া

১. ক্লেশ, যন্ত্রণা, কষ্ট, বেদনা যেমন- সে অত্যন্ত পীড়া অনুভব করিল।
২. ব্যাধি যেমন পীড়াগ্রস্ত।


পুর

১. গৃহ, আলয়, ভবন (নন্দপুর);
২. নগর, শহর (হাস্তিনাপুর);
৩. অন্তঃপুর (পুরনারী)।
৪. যা পিঠে মিষ্টান্ন ইত্যাদির ভিতরে পোরা হয় (ক্ষীরের পুর, নারকেলের পুর)। এই বানানে ঊ-কার ও হতে পারে যেমন- নারকলের পূর ।

পুঁড়া

১. ধান প্রভৃতি রাখার কড়ের তৈরি বৃহৎ পাত্র।

পুরা

১. পূর্বে, পূর্বকালে।
২. পূর্ণ করা, ভরতি করা;
৩. ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা);
৪. ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)।
৫. পরিপূর্ণ (পুরা কলসি);
৬. সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)। অনেক সময় এভাবেও ব্যবহার হয়। পুরো বাড়িটাই চাই।


পুরি

১. ময়দা বা আটার তৈরি লুচিজাতীয় খাবার।

পুরী

১. ভবন, গৃহ, আলয় (রাজপুরী);
২. নগরী;
৩. ওড়িশার সমুদ্রতীর বর্তী জগন্নাথক্ষেত্র (পুরীধাম);
৪. সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)।

পুরু


১. মোটা, স্থূল (পুরু চামড়া);
২. ভাঁজ বা পরতবিশিষ্ট (সাতপুরু)।

পূর

পরিপূরণ, বারিরাশি, ধারা প্রবাহ, পুরি নামক খাদ্য বিশেষ।

পোড়া বা পুড়া

১. দগ্ধ হওয়া, জ্বলে যাওয়া
২. জ্বালাযন্ত্রণা হওয়া
৩. শোক সন্তপ্ত হওয়া

Add a Comment