সমোচ্চারিত শব্দ (য, র, ল)

যতি – ছেদ চিহ্ন জ্যোতি – তেজ যতী– সন্ন্যাসী
যুত– যুক্ত, সুবিধে যুথ – পশু পক্ষীর দল
যোগ্য – উপযুক্ত যজ্ঞ – উৎসব
রচক – রচয়িতা রোচক – উপভোগ্য
রতি – আসক্তি রথী – যথারোহী, যিনি রথে চড়ে যুদ্ধ করেন
রত – মগ্ন রথ – শকট
রশনা – কটি ভূষণ রসনা – জিহবা
রশি – দড়ি রশ্নি – কিরণ
রাধা – রাধিকা রাঁধা – রন্ধন
রিক্ত – শুন্য রিক্‌থ – সম্পদ
রুক্ম – স্বর্ণ রুক্ষ – কর্কশ
রোদ – রৌদ্র রোঁদ – পাহারা বা টহল দেওয়া
রৌদ্র – সূর্য কিরণ রুদ্র – উগ্র, শিব
লক্ষণ– চিহ্ন লক্ষ্মণ – রামানুজ
লক্ষ – সংখ্যা, নজর/দৃষ্টি লক্ষ্য – উদ্দেশ্য
লব্ধ – লাভ করা লুব্ধ – আকৃষ্ট
লুঠণ – গড়াগড়ি লুন্ঠণ – লুটতরাজ

Add a Comment