একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৬

জাল
নকল অর্থে – এ জাল দলিল আমি মানি না।
মায়া, ছল অর্থে – জুয়েল আইচের ইন্দ্রজালে কে না অভিভূত হয়?
ফাঁদ অর্থে – জেলেরা জাল দিয়ে মাছ ধরে।
কপট অর্থে – জাল পীরের খপ্পরে পড়ে তার সর্বনাশ হয়েছে।
মারপাঁচ অর্থে – তার বুদ্ধির জ্বালে আমি জড়িয়ে গেছি।

তাল
তবলার বোল অর্থে – তবলায় তাল বেজেছে তাগ ধিনা ধিন ধিন।
ছন্দহীন অর্থে – তাল কাটা গান ভালো লাগে না।
ফল বিশেষ অর্থে – ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে।’
ধীরে অর্থে – বাড়ি তৈরির কাজ ঢিমা তালে চলছে।
মানিয়ে চলা অর্থে – সবার সাথে তাল মিলিয়ে চলার মেয়ে মিনি নয়।
ভারসাম্য অর্থে – সংসারের ঝামেলায় আর তাল সামলাতে পারছি না।
ফলবিশেষ অর্থে – তালের পিঠা বেজায় মিঠা।
পাল্লা দেয়া অর্থে – খামাখা তালাতালি করো না, ওর সাথে তোমরা পারবে না।
মার অর্থে – তাড়াতাড়ি সরে পড়, নইলে পিঠের উপর কিন্তু তাল পড়বে?

তোলা
উত্তোলন অর্থে – ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।
উত্থাপন অর্থে – কথাটা আমার তোলার কথা না, তুমি বল।
সংগ্রহ অর্থে – সরকার যে অর্থে – কোনো ধরনের চাঁদা তোলা নিষিদ্ধ করেছে।
ছেঁড়া অর্থে – গাছ থেকে ফুল তুলো না।
গ্রাহ্য করা অর্থে – সে আমার কথা কানেই তুলল না।
ব্যবসায় গুটানো অর্থে – ধার দেনা যেভাবে পড়ে গেছে, দোকানপাট না তুলে উপায় নেই।
প্রহার অর্থে – যখন অর্থে – তখন ছেলের গায়ে হাত তোল না।
মারা যাওয়া অর্থে – অনেক বয়স হয়েছে লোকটির, যে কোন সময় তিনি পটল তুলতে পারেন।
আলস্য প্রকাশ করা অর্থে – ঘন ঘন হাই তুলছ কেন? ঘুমাতে যাবে নাকি?
উথাপন করা অর্থে – এ গুরুত্বপূর্ণ বিষয়টা সভায় তোলা হলো না কেন?
সমাজভুক্ত করা অর্থে – অনেক চেষ্টা করেও তাকে আমরা জাতে তুলতে পারিনি।

দল
রাজনৈতিক দল অর্থে – বাংলাদেশে বহু রাজনৈতিক দল রয়েছে।
ফুলের অংশ অর্থে – দল, ফুলের একটি অংশ।
গোষ্ঠী, সম্প্রদায় অর্থে – মুসলমানেরা দল বেঁধে ঈদগায় যায়।
সমূহ অর্থে – তরুণ দলের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
জলজ তৃণ অর্থে – অরক্ষিত জলাশয়গুলো দলে পরিপূর্ণ থাকে।

দণ্ড
খাঁচার দুয়ার অর্থে – পিঞ্জর দণ্ডে বসে টিয়া পাখি শিস দিচ্ছে।
লাঠি অর্থে – দণ্ডের আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত হয়েছে।
ন্যায় অর্থে – সৃষ্টিকর্তা তার ন্যায় দণ্ড আমাদের প্রত্যেকের উপর অর্পণ করেছেন।
শাস্তি অর্থে – এ কাজের জন্য তোমার কঠিন দণ্ড হবে।
২৪ মিনিট কাল সময় অর্থে – তোমাকে তিলেক দণ্ড না দেখলে আমি অস্থির হয়ে যাই।

ধরা
আটক : চোরটাকে হাতেনাতে ধরা হয়েছে।
স্পর্শ : তোমার হাতখানা একবার ধরতে চাই।
ভালো লাগা : তার গল্পটি আমার মনে ধরেছে।
নির্ধারণ : তুমি নিজে থেকে একটা দাম ধরে দাও।
তোষামুদে : সংসারে ধামাধরা লোকের অভাব নেই।
যন্ত্রণা : মাথাটা বড্ড ধরেছে।

Add a Comment