ক্রান্তি

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী যুদ্ধ । এতে কোন সাম্যবাদের পরিবর্তনের যুদ্ধ না হওয়ায় সোমেন চন্দ এবং প্রগতিমনা লেখকরা ঢাকায় ‘প্রগতি লেখক সংঘ’ প্রতিষ্ঠা করেন । (২৭তম বিসিএস প্রিলিমিনারি) এই সংঘটি ছিল উপমহাদেশের প্রগতি লেখক সংঘের শাখা । সোমেন চন্দ ছিলেন এই সংঘের অন্যতম সংগঠক । তাঁর দুই সমবয়সী বন্ধু কিরণশঙ্কর সেনগুপ্ত এবং অমৃতকুমার দত্ত ছিলেন সংঘের গোড়ার দিকের উদ্যোক্তা । ১৯৪০ সালে সংঘের পক্ষ থেকে ‘ক্রান্তি’ নামে একটি সাহিত্য পত্রিকা সোমেন চন্দের তত্ত্বাবধায়নে প্রকাশিত হয় । ‘ক্রান্তি’তে সোমেন চন্দের ‘বনস্পতি’ নামে একটি বিখ্যাত গল্প প্রকাশিত হয় । সোমেন চন্দ শ্রমিক ইউনিয়নের কাজের পাশাপাশি সাপ্তাহিক ও পাক্ষিক আসরে অন্যদের চেয়ে বেশি উপস্থিত থাকেন । ১৯৪১ সালের দাঙ্গাকে কেন্দ্র করে গল্প ‘দাঙ্গা’ লেখেন সোমেন চন্দ ।

Add a Comment