ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

  • অরনি
  • পরিচয়
  • নবশক্তি
  • ক্রান্তি

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী যুদ্ধ। এতে কোন সাম্যবাদের পরিবর্তনের যুদ্ধ না হওয়ায় সোমেন চন্দ এবং প্রগতিমনা লেখকরা ঢাকায় ‘প্রগতি লেখক সংঘ’ প্রতিষ্ঠা করেন। সোমেন চন্দ ছিলেন এই সংঘের অন্যতম সংগঠক। ১৯৪০ সালে সংঘের পক্ষ থেকে ‘ক্রান্তি’ নামে একটি সাহিত্য পত্রিকা সোমেন চন্দের তত্ত্বাবধায়নে প্রকাশিত হয়।