Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয় ?

  • Fire attacks
  • Virus attacks
  • Unauthorized access
  • Data-driven attacks

ফায়ারওয়াল (Firewall) হলো এক বিশেষ নিরাপত্তা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি (Authorized access) আছে কিনা, থাকলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়।