Bluetooth কিসের উদাহরণ?

  • Local Area Network
  • Personal Area Network
  • Virtual Private Network
  • কোনোটিই নয়

ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন— ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা ১৫৬, অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।