সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?

  • বাগদাদ
  • জেনেভা
  • ভিয়েনা
  • জেদ্দা

১৯৬০ সালের OPEC প্রতিষ্ঠার পূর্বে; মধ্য-পূর্বাঞ্চলীয় দেশগুলো(ইরাক, ইরান, কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরব) বাগদাদ অথবা বৈরুতে ওপেকের সদর দপ্তর স্থাপনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভেনিজুয়েলা একটি নিরপেক্ষ স্থানের দাবি জানালে সুইজারল্যান্ডের জেনেভায় এর সদরদপ্তর স্থাপিত হয়। ১৯৬৫ সালে জেনেভা, ওপেককে কুটনৈতিক সুযোগ-সুবিধা দিতে অপারগতা প্রকাশ করলে এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।