সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?

  • ওজন
  • নাইট্রোজেন
  • হাইড্রোজেন
  • অক্সিজেন

অপশনে যে পদার্থগুলোর নাম দেওয়া আছে সেগুলো সবই গ্যাসীয় পদার্থ এবং বায়ুর উপাদান। সাধারণভাবে বায়ুতে নাইট্রোজেনের ৭৮.০৮% অক্সিজেন ২০.৯৪% হাইড্রোজেন ০.০০০০৫% এবং ওজনের পরিমাণ ০.০০০০০৮৭% সমুদ্রতীরের বাতাসে সামান্য হেরফের থাকলেও নাইট্রোজেনের প্রাধান্য থাকে। তবে সমুদ্র তীরে (Sea Beach) সোডিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ পাওয়া গেলেও, এখানে সব থেকে বেশি থাকে সোডিয়ামের লবণ সোডিয়াম ক্লোড়াইড (NaCl).