যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?

  • Phising
  • Man-in-the-Middle
  • Denial of Service
  • উপরেের কোনটিই নয়

Denial of Service অ্যাটাক বা সেবা বাধাদানের আক্রমণ হলাে কোনাে কম্পিউটার সিস্টেমের কোনাে রিসাের্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। কোনাে কম্পিউটার বা সিস্টেম ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানাের মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরােপুরি বন্ধ করে দেয়া হয়।