বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা –

  • তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে
  • তাপ শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • যান্ত্রিক শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে

বৈদ্যুতিক মটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন- পানি তোলার পাম্প মেশিন। অপরদিকে যান্ত্রিক শক্তিকে জেনারেটরের মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্ত্রিত করা হয়। এ জন্যই বিদ্যুৎ চলে গেলে, যদি জেনারেটর থাকে ত তা চালু করে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়।