বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের জন্য প্রথম এসেছিল-

  • পর্তুগীজরা
  • ইংরেজরা
  • ওলন্দাজরা
  • ফরাসিরা

ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় ১৪৮৭ সালে। পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন ১৪৯৮ সালে। ১৫১৪ সালে পর্তুগিজ বণিকিরা আসা শুরু করেন এবং ১৫৮০ সালে তারা ব্যাবসা-বাণিজ্য শুরু করেন। এর পর ১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।