বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?

  • ২ টাকা
  • ১০ টাকা
  • ৫০ টাকা
  • ১০০ টাকা

“ব্যাংক নোট হচ্ছে দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটগুলো। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরের সই থাকে। আর ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা।”