পানির অণু একটি –

  • প্যারাচুম্বক
  • ডায়াচুম্বক
  • ফেরোচুম্বক
  • অ্যান্টিফেরোচুম্বক

যে সকল পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে। ডায়চৌম্বক পদার্থের আচরণ তাপমাত্রা ওপর নির্ভ করে না। তমা, দস্তা, বিসমাথ, রুপা, সেনা, সীসা, কাচ, মার্বেল, পানি, হিলিয়াম, আর্গন প্রভৃতি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।