নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:

  • নয়া উদারতাবাদ
  • গঠনবাদ
  • বাস্তববাদ
  • নব্য মার্কসবাদ

নৈরাজ্য তত্ত্বের মূল কথা কর্তৃত্বহীন শাসন ব্যবস্থা, যেখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে না। নয়া উদারতাবাদের বৈশিষ্টগুলো হলো- অর্থনৈতিক কৃচ্ছতা সাধন, কোন বিষয়ের উপর শর্ত আরোপ না করা, অবাধ ও মুক্ত বাণিজ্য, জাতীয় প্রতিষ্ঠানগুলো বেসকারি করা, ও সরকার পরিচালনায় ব্যয় কমানো। নয়া উদারতাবাদের এসব বৈশিষ্ট্যের কারণে অনেক সমালোচক মনে করেন যে, উদারতাবাদ গণতন্ত্র ও সার্বভৌমত্তের জন্য হুমকি স্বরূপ। কোন রাষ্ট্র উদারতাবাদী হলে সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারে, কোন জাতি তার আত্মনিয়ন্ত্রণ অধিকার ও হারাতে পারে। তাই বলা যায় নৈরাজ্য তত্ত্বের মূল কথা নয়া উদারতাবাদ।