উদারতাবাদ

লিবারালিজম কী? বা উদারতাবাদ কী?
Liberalism এর বাংলা প্রতিশব্দ উদারতাবাদ। উদারতাবাদীদের বলা হয় Liberal. কোন বিষয়ের প্রতি উদার দৃষ্টিভঙ্গিকেই উদারতাবাদ বলা হয়। সাধারণ অর্থে উদারতা বলতে বোঝায় অন্যের মতামতকে শ্রদ্ধা করা। ধরা যাক আপনি এক বিশেষ মতাদর্শে বিশ্বাসী, আপনি যদি আপনার বিপরীত বা ভিন্ন মতের মানুষের কথা শোনেন, তাদের কথা বোঝার চেষ্টা করেন ও সর্বপরী তাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করেন তবে নিঃসন্দেহে বলা যায় আপনি একজন উদারতাবাদী।

রাজনীতিতে উদারতাবাদ
রাজনীতিতে উদারতাবাদ এমন একটি মতবাদ যেখানে ব্যক্তিস্বাধীনতা রক্ষা ও তার উন্নয়নই মুখ্য বিষয়। উদারতাবাদীরা বিশ্বাস করেন প্রগতিতে, মানব উন্নয়নে, ব্যক্তি স্বাধীনতায়। উদারতাবাদী রাজনৈতিক ব্যক্তিত্বরা সাধারণ মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করেন। উদারতাবাদীরা সরকারকে দেখেন “a necessary evil.” হিসাবে। কেননা ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তার জন্য সরকারের প্রয়োজন, প্রয়োজন আইন-কানুন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার। অনেক সময় সে সরকারই ভিন্নমতালম্বীদের দমনে খরগ হস্ত হন। এতে সরকারের অনুগত পুলিশ বাহিনী ও মদদপুষ্টদের দ্বারা সাধারণ মানুষ নিগৃহীত হয়। তাই তারা সরকার কে একটি necessary evil বলে থাকেন। এজন্য তারা এমন একটি সরকার ব্যবস্থার প্রত্যাশা করেন যেখানে সরকার মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করবে সেই সাথে সরকারের দমন নীতিকেও বাধা দিবে।

অর্থনীতিতে উদারতাবাদ
অর্থনীতিতে উদারতা বলতে বোঝায় এমন এক অর্থনৈতিক অবস্থা যেখানে ব্যক্তি উৎপাদনে ব্যবহৃত নিয়ামক গুলো( ভূমি, মূলধন, উদ্যোগ ও শ্রম) স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। বাজার হবে অবাধ প্রতিযোগীতার ও সকলের জন্য মুক্ত। যেখানে কোন বাধা (যেমন শুল্ক) থাকবে না। বাজার নির্ধারিত হবে যোগান ও চাহিদার ভিত্তিতে।

আসুন আমরাও একটু উদার হই। অন্যের মতাদর্শ ও ধর্মকে সম্মান করতে না পারলেও যেন অসম্মান না করি।

Add a Comment