‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?

  • মাথা ন্যুসবাম
  • জোসেফ স্টিগলিটজ
  • অমর্ত্য সেন
  • জন রাউলস

অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন 'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থটি রচনা করেন। ৩০৪ পৃষ্ঠার ইংরেজি ভাষায় লিখিত সমালোচনামূলক গ্রন্থটি ২০০৯ সালে প্রকাশিত হয়। আমেরিকার রাজনৈতিক দার্শনিক জন রাউলস ১৯৭১ সালে রচনা করেন 'দ্যা থিওরি অব জাস্টিস' । আর জোসেফ ই স্টিগলিজের বিখ্যাত গ্রন্থ হলো 'গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকনটেন্টস'। আমেরিকার নারী দার্শনিক মাথা ন্যুসবামের বিখ্যাত গ্রন্থ হলো- 'সেক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস'।