“ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  • অসহায়ত্ব
  • বিরক্তি
  • কালের বিস্তার
  • পৌনঃপুনিকতা

পদের দ্বিরুক্তি: দুটি পদে একই বিভক্তি প্রয়ােগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন: পদের দ্বিরুক্তির প্রয়ােগে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার হিসেবে: ডেকে ডেকে হয়রান হচ্ছি ‘পৌনঃপুনিকতার’ উদাহরণ। অনুরূপভাবে স্বল্পকাল স্থায়ী বােঝাতে- দেখতে দেখতে আকাশ কালাে হয়ে এলাে।