জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?

  • অ্যানেগরেট ক্রাম্প
  • লিনা হেডরিচ অ্যা
  • ঞ্জেলা মারকেল
  • পেট্রা কেলি

অ্যাঞ্জেলা মারকেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। তিনি ২০০৫ সাল থেকে বর্তমান পর্যন্ত চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছেন। তিনি ইউরোপের প্রকৃত নেতা। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিকে দক্ষতার সাথে উন্নতির দিকে নিয়ে গেছেন। ২০২১ সালে তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন।