‘ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

  • ইন্দিরা দেবী
  • কাদম্বরী দেবী
  • মৃণালিনী দেবী
  • মৈত্রেয়ী দেবী।

‘ছিন্নপত্র' (১৯১২) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ পত্র-সাহিত্য। রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র'র প্রথম আটটি পুত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং বাকি ১৪৫টি পুত্র শ্রীমতি ইন্দিরা দেবীকে লিখেছিলেন। এই পত্রগুলো তিনি ১৮৮৭ থেকে ১৮৯৫ সালের মধ্যবর্তী সময়ে লিখেছিলেন। ছিন্নপত্রের পত্র সংখ্যা মোট ১৫৩ টি।