গড্ডালিকা প্রবাহ বাগধারায় ‘’গড্ডল” শব্দের অর্থ কী?

  • স্রোত
  • ভেড়া
  • একত্র
  • ভাসা

‘গড্ডল’, ‘গড্ডর’ শব্দের স্ত্রীলিঙ্গ, যার মানে হচ্ছে ভেড়া কিংবা মেষ। এই গড্ডল হয়েই বাংলায় গড়ল কথাটিও জন্মেছে। কাজেই, “গড্ডালিকা’ বলতে বুঝায় একটা মেষ দলে সামনে থাকা আগুয়ান মেষটিকে। এবং বাকি ভেড়ারা অন্ধভাবে তাকে অনুসরণ করে আর দলটা একটি নদীর মতাে বইতে বইতে এগোতে থাকে। এরই অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে, নিজে কোনও বিবেচনা না করে, সবাই করছে দেখে কোনও কাজে নিয়েজিত হয়, তখন ‘গড্ডলিকা প্রবাহ, মেষ দল’, ‘ভেড়ার পলি এই সমস্ত কথাগুলো ব্যবহার হয়।