কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয় ? –

  • অনুলোম-প্রতিলোম
  • নশ্বর-শাশ্বত
  • গরিষ্ঠ-লঘিষ্ঠ
  • হৃষ্ট-পুষ্ট

অনুলোম অর্থ যথাক্রমে। হিন্দু উচ্চ বর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রীর বিয়েকে অনুলোম বিবাহ বলে। আবার প্রতিলোম অর্থ বিপরীত ক্রমে। নিম্নবর্ণের ছেলের সাথে উচ্চবর্ণের মেয়ের বিয়েকে প্রতিলোম বলে। নশ্বর অর্থ যা ধ্বংস হয়, শাশ্বত যা ধ্বংস হয় না। গরিষ্ঠ- সব থেকে বড়। লঘিষ্ঠ যা সব থেকে ছোট। অপর দিকে হৃষ্ট-পুষ্ট (দুটি শব্দই একই সাথে)বলতে ভালো স্বাস্থ্যের অধিকারীকে বোঝায়।