কোন বানানটি শুদ্ধ নয় –

  • উর্ধ্ব
  • দরিদ্রতা
  • উপযোগিতা
  • শ্রদ্ধাঞ্জলি

'উর্ধ্ব' বানানটি ভুল, সঠিক হবে ঊর্ধ্ব। উপযোগী শব্দের সাথে 'তা' প্রত্যয় যুক্ত হয়ে বানানটি হয়ে যায় 'উপযোগিতা' এভাবেই বিরধিতা, বিলাসিতা, বিদ্রোহিতা, প্রতিদ্বন্দ্বিতা। দারিদ্র্য ও দরিদ্রতা উভয়ই বিশেষ্য, উভয়ই ঠিক। কিন্তু 'দারিদ্রতা' ভুল, কারণ এখানে বিশেষ্যকে আবার বিশেষ্য করার চেষ্টা করা হয়েছে। সকল অঞ্জলি বানানে ই হয়। তাই 'শ্রদ্ধাঞ্জলি' বানানটিও ঠিক আছে।