কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

  • গ্লিসারিন
  • ফিটকিরি
  • সোডিয়াম ক্লোরাইড
  • ক্যালসিয়াম কার্বোনেট

পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানিতে \(\mathrm {CaHCO_3}\) রূপে দ্রবীভূত হয়।