কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  • হিত্তিক ও তুখারিফ
  • তামিল ও দ্রাবিড়
  • আর্য ও অনার্য
  • মাগধী ও গৌড়ী

হিত্তিক ও তুখারিক হচ্ছে কেন্তমের এশীয় অঞ্চলের শাখা এবং হেল্লেনিক, ইতালাে-কেলটিক, টিউটোনিক বা জার্মানিক কেন্তুমের ইউরােপীয় শাখা। তামিল ও দ্রাবিড়, আর্য ও অনার্য এবং মাগধী ও গৌড়ী শতমের শাখা।