কার্বোহাইড্রোডে C H এবং O-এর অনুপাত কত?

  • ১:১:২
  • ১:৩:২
  • ১:২:১
  • ১:৩:১

কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। এতে C, H ও O-এর অনুপাত যথাক্রমে ১ : ২ : ১। কার্বোহাইড্রেট জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে ।