কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?

  • বিষের বাঁশি
  • যুগবাণী
  • ভাঙার গান
  • প্রলয় শিখা

নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ ‘যুগবাণী’ (১৯২২) সালে ফৌজদারি বিধির ’৯৯ এ’ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়। নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্য বিষের বাঁশি (১৯২৪)।