‘কবর’ নাটক কার রচনা?

  • শহীদুল্লাহ কায়সার
  • জহির রায়হান
  • মুনীর চৌধুরী
  • সত্যেন সেন

১৯৫২-১৯৫৪ সময়ে জেলখানায় থাকা-কালে বামপন্থী বিপ্লবী রাজনীতিবিদ রণেশ দাশগুপ্তের অনুরোধে, ১৯৫৩ সালে প্রথম ভাষাদিবস পালন উপলক্ষে পরিবেশনের জন্য মুনীর চৌধুরী রচনা করেন কবর নাটক। এবং এটি যথাসময়ে কারাকক্ষেই মঞ্চস্থ হয়। মুর্দা ফকির ও পুলিশ অফিসার এই নাটকের মূখ্য চরিত্র। 'কবর' কবিতাটি লিখেছেন পল্লিকবি জসীমউদ্‌দীন।