আলাওলের ‘তোহফা ‘ কোন ধরনের কাব্য?

  • আত্মজীবনী
  • প্রণয়কাব্য
  • নীতিকাব্য
  • জঙ্গনামা

বাংলা সাহিত্যের মধ্যযুগে আবির্ভূত মুসলমান কবিদের মধ্যে কবি আলাওলের নাম বিশেষভাবে স্মরণীয়। 'তোহফা আলাওলের একটি ইসলাম ধর্ম সম্বন্ধীয় তত্ত্ব-উপদেশপূর্ণ গ্রন্থ। ধর্মীয় তত্ত্বমূলক ও নৈতিক উপদেশাত্মক হওয়ায় এটি একটি নীতিকাব্য'। এ গ্রন্থটি শ্ৰীমন্ত সোলেমানের নির্দেশে রচিত হয়। এই কাব্য বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ দেহলভীর তোহফাতুল নেসায়েহ' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।