অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-

  • বেতসবৃত্তি
  • পতঙ্গবৃত্তি
  • জলৌকাবৃত্তি
  • কুম্ভিলকবৃত্তি

  • বেতস অর্থ বেতগাছ; বেতসবৃত্তি =বেতগাছের মতো নমনশীলতা; বা সহজেই নতিস্বীকারের ভাব।
  • পতঙ্গ-বৃত্তি - পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা।
  • জলৌকা= জোঁক, রক্তপায়ী কৃমিবিশেষ।
  • কুম্ভিলক = চোর; যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, ইংরেজিতে বলে plagiarist. কুম্ভিলকবৃত্তি =plagiarism