২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
May 6, 2023 | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, 41 BCS Preliminary
| - আপদ ঝুঁকি হ্রাস
- জলবায়ু পরিবর্তন হ্রাস
- জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- সমুদ্র পরিবহন ব্যব্স্থাপনা
৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০১৫ ফ্রান্সের প্যারিসে জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি হ্রাস এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দ্যেশে UNFCCC এর উদ্যোগে অনুষ্ঠিত হয় COP-21 সম্মেলন। এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০% কমানো, তাপমাত্রা বৃদ্ধি \(\mathrm{১.৫^\circ C}\) এর মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। জলবায়ু বিপর্যস্ত দেশ গুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।