‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ চরণ দুটির রচয়িতা কে?
February 24, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - চণ্ডীচরণ মুশী
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মদনমোহন তর্কালঙ্কার
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।' চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত। তার অন্যতম সাহিত্যকর্ম শিশুশিক্ষা' নামক শিশুতোষ গ্রন্থ। এ গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব, রাতি পোহাইল।'