- পথিক তুমি পথ হারাইয়াছ?- বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা (কপালকুণ্ডলা নবকুমারকে বলে)
- পরের কারণে স্বার্থ দিয়া বলি/ এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও- কামিনী রায়ের সুখ কবিতা।
- পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি ফুটিয়া উঠিল- মদনমোহন তর্কালঙ্কার। (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
- প্রদীপ নিবিয়া গেল! বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
- প্রীতি ও প্রেমের পূন্য বাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।- স্বর্গ ও নরক শেখ ফজলূল করিম।
- ফুল ফুল তুলতুল গা ভেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে- পারিব না, কালী প্রসন্ন ঘোষ
- বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী/ সেধে সেধে কেঁদে কেঁদে/ যাবে কত যামিনী- কাজী নজরুল ইসলাম। (১৪তম বিসিএস প্রিলিমিনারি)
- বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সূতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত- উদ্যোগ, সুকান্ত ভট্টাচার্য।
- বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রড়ে- অর্থঃ জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
- বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে? -কপোতাক্ষ নদ, মধুসূদন দত্ত।
- বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ – যতীন্দ্রমোহন বাগচী।
- বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই নি আর – জীবনানন্দ দাশের।
- বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্টপাও রোদ বৃষ্টি ঝরে- স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন।
- বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় । রবীন্দ্রনাথের আত্মত্রাণ।
- বিশ্ব যা’ কিছু মহান সৃষ্টি চির কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর -নারী কবিতা, কাজী নজরুল ইসলাম।
- ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব! রফিক আজাদ।
- ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে- (২৪তম বিসিএস প্রিলিমিনারি)
- মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি/ আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি- সত্যেন্দ্রনাথ দত্ত। (১৭তম বিসিএস প্রিলিমিনারি)
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন – ভারতচন্দ্রের।
- মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তুর্য- কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা।
- মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই- কড়ি ও কোমল, রবীন্দ্রনাথ ঠাকুর।
- মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়। – জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
- মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী- কবি সমর সেন।
- মাগো, ওরা বলে, সবার কথা কেরে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না- আবু জাফর ওবায়দুল্লাহ।
- মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে- মীর মোশাররফ হোসেন (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
- মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর- শেখ ফজলল করিম। (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
- মানুষ মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায় – রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরী
- মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা। – অতুল প্রসাদ সেনের আ মরি বাংলা ভাষা। (১২তম বিসিএস প্রিলিমিনারি)
- যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা- নির্মলেন্দু গুন।
- যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপভাতি। – কৃষ্ণচন্দ্র মজুমদারের মিতব্যয়িতা।
- যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক- ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য।
- যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি- বঙ্গবাণী, আব্দুল হাকিম।
- রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা – কাজী নজরুল ইসলাম।
- রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে- সুকান্ত ভট্টাচার্যের রানার।
- রূপলাগি অখিঁ ঝুরে গুনে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। – জ্ঞানদাস।
- শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়- রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্প থেকে।
- শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই- চণ্ডীদাস।
- শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ, এক ফোটা দিয়াম শিশির। মূল প্রতিপাদ্য- অকৃতজ্ঞতা (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
- শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাগুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ- জীবনানন্দ দাশের।
- সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় – আত্মত্রান, রবীন্দ্রনাথ ঠাকুর।
- সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। – চন্ডিদাস।
- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। – সুখ কামিনী রায়।
- সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভালো হয়ে চলি- মদনমোহন তর্কালঙ্কার। (৪০, ৩০তম বিসিএস প্রিলিমিনারি)
- সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতা। (২৫তম বিসিএস প্রিলিমিনারি)
- সবকটি জানালা খুলে দাও না- গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
- সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার- বনলতা, সেন জীবনানন্দ দাশ।
- সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।- রবীন্দ্রনাথ ঠাকুর।
- সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলেন, ‘চমৎকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?’- তোষামদ, কাজী নজরুল ইসলাম।
- সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল- জ্ঞানদাসের সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
- সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ সফল অশোভন। শেখ ফজলল করিম। (১৫তম বিসিএস প্রিলিমিনারি)
- সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে- সুরঞ্জনা, জীবনানন্দ দাশ।
- স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়- স্বাধীনতা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
- স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো – আলাউদ্দিন আল আজাদ।
- হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে- বনলতা সেন, জীবনানন্দ দাশ।
- হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে- সুকান্ত ভট্টাচার্য।
- হে কবি, নিরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমিউ ল’বে নাকি তব বন্দনায়- বেগমসুফিয়া কামালের কবিতা তাহারেই পড়ে মনে।
- হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কন্টক মুকুট শোভা। দারিদ্র্য, কাজী নজরুল ইসলাম।
- হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন – মাইকেল মধুসূদন দত্ত।
- হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো – মহাজীবন সুকান্ত ভট্টাচার্য।
- হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি- সুকান্ত ভট্টাচার্য।