শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
December 10, 2016 | বাংলা ভাষা ও সাহিত্য, 37 BCS Preliminary
| - রাম প্রসাদ সেন
- রামনিধি গুপ্ত
- দাশরথি রায়
- এ্যন্টনি ফিরিঙ্গি
শাক্তপদাবলির একটি বিশিষ্ট পর্যায় শ্যামাসংগীত, যা কালী-বিষয়ক বাংলা ভক্তিগীতির একটি জনপ্রিয় ধারা। "কবিরঞ্জন" রামপ্রসাদ সেন (১৭১৮ বা ১৭২৩ – ১৭৭৫) ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক।