‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’- ‘হারায়’ কোন ধাতু?
October 11, 2018 | বাংলা ভাষা ও সাহিত্য, 26 BCS Preliminary
| - প্রযোজক ধাতু
- ভাববাচ্যের ধাতু
- সংযোগমূলক ধাতু
- নাম ধাতু
মৌলিক ধাতুর পর 'আ' প্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। প্রযোজক ধাতুর উদাহরণ যেমন কর্ + আ= করা,(রহিম তার ছোট ভাইকে দিয়ে কাজ করায়, রহিম নিজে না করে কাজটির কাজটির প্রযোজনা করছে), আবার কর্মবাচ্যের উদাহরণ হিসাবে- হার্+আ=হারা। এখানে 'হারায়' কর্মবাচ্যের ধাতু হলে ও গঠনগত দিক(আ যুক্ত হয়ে) ও অর্থ প্রকাশের দিক দিয়ে (প্রযোজনা অর্থে) তা প্রযোজক ধাতুরই অন্তর্গত। তাই 'হারায়' প্রযোজক ধাতু। বিস্তারিত দেখুন ধাতু।