‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
February 18, 2019 | বাংলা ভাষা ও সাহিত্য, 31 BCS Preliminary
| - অগ্নিবীণা
- বিষের বাঁশি
- দোলনচাঁপা
- বাঁধনহারা
‘বিদ্রোহী' কাজী নজরুল ইসলামের একটি বহুল পঠিত কবিতা। এটি ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতা রচনার জন্যই তিনি বিদ্রোহী কবি' উপাধিতে ভূষিত হন। 'বিদ্রোহী কবিতা ‘অগ্নিবীণা'র দ্বিতীয়। প্রথম কবিতা প্রলয়োল্লাস। বিস্তারিত দেখুন- কাজী নজরুল ইসলাম এর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা