জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
February 16, 2023 | বাংলা ভাষা ও সাহিত্য, 40 BCS Preliminary
| - ফকির গরীবুল্লাহ
- নরহরি চক্রবর্তী
- বিপ্রদাস পিপিলাই
- বৃন্দাবন দাস
- বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের কাব্যের নাম “চৈতন্যভাগবত”। ‘চৈতন্যভাগবত’ গ্রন্থটির আদি নাম ছিল ‘চৈতন্যমঙ্গল’। বাংলা ভাষায় রচিত চৈতন্যজীবনী কাব্যগুলোর মধ্যে বৃন্দাবন দাসের ‘চৈতন্যভাগবত’ সুপরিচিত, জনপ্রিয় এবং কাব্যগুণান্বিত।
- পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ।
- মনসামঙ্গলের অন্যতম কবি বিপ্রদাস পিপিলাই। তার রচিত কাব্য 'মনসাবিজয়'।
- বৈষ্ণব পদকর্তা নরহরি চক্রবর্তী ‘ভক্তিরত্নাকর’ নামে বৈষ্ণব ধর্মের সমাজ ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থ রচনা করেন।