কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
October 21, 2018 | বাংলা ভাষা ও সাহিত্য, 27 BCS Preliminary
| - বাক+দান=বাগদান
- উত+ছেদ=উদচ্ছেদ
- পর+পর=পরস্পর
- সম+সার=সংসার
অঘোষ ধ্বনি + ঘোষ ধ্বনি, এভাবে থাকলে ঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনিটি ঘোষ ধ্বনিতে পরিণত হয়। যথা : ক্ + দ = গ্ + দ; বাক্ + দান = বাগদান। ত্ ও দ্-এর পর চ্ ও ছ্, থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন—ত্+ চ = চ্চ, সৎ + চিন্তা =সচ্চিন্তা, ত্ + ছ = চ্ছ, উৎ + ছেদ = উচ্ছেদ।ম্-এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। আধুনিক বাংলায় ম্ স্থানে প্রায়ই ঙ না হয়ে অনুস্বার (ং) হয়। সম+সার=সংসার