সপ্তাহের সাধারণ জ্ঞান: ২০ জানুয়ারি, ২০১৯
|#সপ্তাহের সাধারণ জ্ঞান:
( প্রথম আলো, ২০ জাুয়ারি, ২০১৯)
১. IMF এর প্রধান অর্থনীতিবিদ- গীতা গোবিনাথ।
২. বিশ্বব্যাংকের মতে, বিশ্বের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক অঞ্চল- দক্ষিণ এশিয়া।
৩. কলকাতায় প্রথমবারের মত নির্বাচিত মুসলিম মেয়র- ফিরহাদ হাকিম।
৪. বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশ- ৯৭ তম। (২০১৮ তে ১০০তম ছিল)
৫. কাঁঠাল উৎপাদনে বিশ্বে – ২য়।
৬. আয়তনে বিশ্বে- ৯৪ তম।
৭. কুঁড়ার তেল উৎপাদিত হয়- বগুড়ায়।
৮. কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে মানুয়ের জীবনযাত্রার ব্যয় বেড়েছে- ৬%।( ২০১৭ তে ছিল ৮.৪৪%)
৯. পণ্যমূল্য ও সেবা সার্বিসের মূল্য বেড়েছে ৫.১৯% ( ২০১৭ তে ছিল ৭.১৭%)
১০. ঢাকায় বানিজ্য মেলার আয়োজক- রপ্তানি উন্নয়ন ব্যুরো( ইবিপি)
১১. জাপান ১০০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে- নারায়নগঞ্জের আড়াইহাজারে।
১২. গ্রামীন সড়ক উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার ঋন দিবে- এডিবি।
১৩. হেমন্ত মেলার আয়োজক- বিসিক।
১৪. বর্ণবাদী মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন- মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন।
১৫. তুরস্কের মুদ্রা- লিরা।
১৬. শরনার্থীদের নিয়ে লিখা মালালার বই- We are displaced.
১৭. জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসন ৫০ করা হয়- ২০১১ সালে।
১৮. বাংলাদেশ ভারত সীমান্ত হাট- ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।
১৯. পরিবার থেকে পালিয়ে যাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে আশ্রয় দিয়েছে- কানাডা।
২০. জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে – ৮ম।
২১. জিআই সনদ পেয়েছে – ২ টি পণ্য।( জামদানি & ইলিশ)
২২. বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত- মোহাম্মদ রেজা নাওফর।
২৩. ডায়াবেটিস আক্রান্ত গ্রামীন জনগোষ্ঠী- ১০.২৫%।
২৪. ২০১৮ অনুযায়ী মোবাইল ফোনের গ্রাহক- ১৫.৬৯ কোটি।
২৫. চলতি অর্থবছরে এডিপির আকার- ১,৮০,৮৬৯ কোটি টাকা। ( প্রকল্প ১৫০৭ টি)