মিলিয়ন-বিলিয়ন ও লক্ষ-কোটির হিসাব

লক্ষ-কোটি ও বিলিয়ন মিলিয়নের মাঝের সম্পর্কটি খুবই বিরক্তিকর। অনেকবার দেখলে ও মনে থাকে না। নিচের টেবিলটির দিকে লক্ষ্য রেখে শেষের তিনটি লাইন মুখস্ত করলে আশা করা যায় আর ভুল হবে না।

এখানে ব্যবহৃত প্রতীকগুলোর অর্থ নিম্নরূপ-
H-Hundred (শতক)
T-Thousand (হাজার)
L-Lakhs(লক্ষ)
M-Million (মিলিয়ন)
C-Crore (কোটি)
B-Billion (বিলিয়ন)
T-Trillion (ট্রিলিয়ন)

SymbolValueHTLMCB
1H102
1T10310
1L105103102
1M10610410310
1C10710510410210
1B109107106104103102
1T10121010109107106105103

উপরের টেবিলটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে হাজারের(103) সাথে দুটি করে শূন্য যোগ করলে যথাক্রমে লক্ষ(105) ও কোটি(107) হয়।

আবার হাজারের(103) সাথে তিনটি করে শূন্য যোগ যথাক্রমে মিলিয়ন(106), বিলিয়ন(109) ও ট্রিলিয়ন(109) হয়।

আরও দেখা যাচ্ছে যে
১০লক্ষে = ১মিলিয়ন
১০মিলিয়ন=১কোটি
১০০কোটি=১বিলিয়ন

Add a Comment