বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম ও সর্বোচ্চ

বিশ্বের যা কিছু বৃহত্তম
বিশ্বের যা কিছু ক্ষুদ্রতম
বিশ্বের যা কিছু দীর্ঘতম
বিশের যা কিছু উচ্চতম

বিবিধ
ইউরোপে বৃহত্তম নগরী কোনটি ? লন্ডন ।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ? বৈকাল ।
পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি ? টোকিও ।
পৃথিবীর শীতলতম স্থান কোনটি ? ভারখয়ানস্ক ( রাশিয়া ) ।
পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি ? ডেথভ্যালী ( ক্যালিফোরনিয়া ) ।
পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ? আজিজিয়া ( লিবিয়া ) ।
পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রাণী কোনটি ? শামুক ।
পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি ? লিথিয়াম ।
পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট ।
পৃথিবীর সর্বোচ্চ হ্রদটি কোন দেশে অবস্থিত ? বলিভিয়া ।
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ? বেনজীর ভুট্টো ।
ভারতবর্ষ আক্রমণকারী প্রথম ইউরোপীয় ব্যাক্তি কে ? আলেকজেন্ডার
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?অস্ট্রেলিয়া
পৃথিবীর ব্যস্ততম খাল (জাহাজ চলাচল) কোনটি কিয়েল (নর্থ সি ও বাল্টিক সি কে যুক্ত করেছে)
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?বৈকাল হ্রদ (সাইবেরিয়া)
পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?ভস্তক, অ্যান্টার্কটিকা (-89.2 ডিগ্রি সেলসিয়াস)
পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?আল আজিজিয়া, লিবিয়া (57.8 ডিগ্রি সেলসিয়াস)
পৃথিবীর ব্যস্ততম যাত্রী পরিবহন বিমান বন্দর কোনটি ?হার্স্টফিল্ড-জ্যাকসন আটলান্টা (মার্কিন যুক্তরাষ্ট্র)
পৃথিবীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি ?শিনজুকু ( টোকিও, জাপান)
পৃথিবীর ব্যস্ততম বন্দর কোনটি ?
পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র – ইন্দোনেশিয়া।
পৃথিবীর গভীরতম হ্রদ – বৈকাল হ্রদ।
পৃথিবীর উচ্চতম হ্রদ (নাব্য সরোবর )- টিটিকাকা হ্রদ,12506 ফুট (সমুদ্রপৃষ্ঠ হইতে)
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-অ্যাঞ্জেল (979মিটার, ভেনেজুয়েলা)
পৃথিবীর গভীরতম স্থান- প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত
পৃথিবীর শীতলতম স্থান – এন্টার্কটিকার Dome Argus (Dome A) এবং Dome Fuji (Dome F)এর মধ্যবর্তী স্থানে -93.2°(2013),{ভস্টক স্টেশন,রাশিয়া আগে ছিলো1983 থেকে)
পৃথিবীর শুষ্কতম স্থান- ডেথভ্যালী ( ক্যালিফোরনিয়া ) ।
পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত সম্পন্ন স্থান- মৌসিনরাম, (মেঘালয়, ভারত)
পৃথিবীর উষ্ণতম স্থান- আজিজিয়া, লিবিয়া, আফ্রিকা
পৃথিবীর সবচেয়ে দ্রতুগতির পাখি- পেরেগ্রিনে ফ্যালকন
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিষধর সাপের নাম হলাে ব্ল্যাক মাম্বা।এটি ঘণ্টায় ১১-১৯ কিমি বেগে ছুটতে পারে।
পৃথিবীর অধিক সীমান্তবর্তী দেশ- চীন।(১৪টি দেশের সাথে)
পৃথিবীর সবচেয়ে ঘনত্ব সম্পন্ন দেশ – মোনাকো(16205 প্রতি বর্গ কিমি)
পৃথিবীর কৃত্রিম দীর্ঘতম খাল -The Grand Canal-china
পৃথিবীর সবচেয়ে ছট আন্তর্জাতিক ব্রিজ দৈর্ঘ্য মাত্র ৩২ ফুট, জাভিকান দ্বীপে অবস্থিত। এই ব্রিজটি আমেরিকার একটি দ্বীপের সাথে কানাডার একটি দ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করে।
পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ, 7000 মাইল (রাশিয়া)
পৃথিবীর সর্বাধিক সংখ্যক- কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর( বিমানের জায়গার দিক থাকে)
পৃথিবীর ব্যস্ততম বন্দর- পোর্ট অফ সাংহাই,চীন
পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সুইমিং পুল- দক্ষিণ আমেরিকার, চিলিতে..যেটি প্রায় 1103 মিটার লম্বা এবং এতে প্রায় 25 কোটি লিটার সমুদ্রের জল রয়েছে।
পৃথিবীর সবচেয়ে বেশি লোকে কথা বলে – চাইনিজ মান্ডারিন ভাষায়।
পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম -মতেরা স্টেডিয়াম (ভারত)
পৃথিবীর বৃহত্তম পিরামিড- মেক্সিকোর পুয়েবলা রাজ্যে অবস্থিত,এর আয়তন 141.পরিমাপ করা হয়েছে প্রায় ৪.৪৫ মিলিয়ন ঘন মিটার।
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী পড়াশুনা স্কুল- সিটি মন্টেসরি স্কুল, ভারতের উত্তরপ্রদেশে
পৃথিবীর সবচেয়ে নীরবতম জায়গা হল -অরফিল্ড ল্যাবরেটরি

Add a Comment