সুইজারল্যান্ড
|ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাংক। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন।
অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনিভা। জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনিভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ।
সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ Universal Postal Union (UPU) অবস্থিত।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে সকল সংস্থা অবস্থিত- WHO, WTO, ILO, WMO, OPCW, WIPO(World Intellectual Property Organization), UNCTAD, ITU(Int’l Telecommunication Union)
জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর – জেনেভায় অবস্থিত।